IIIT Kalyani Junior Assistant Recruitment 2023 যেসব প্রার্থীরা পশ্চিমবঙ্গে সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যাণীতে অবস্থিত Indian Institute Of Information Technology (IIIT) Kalyani এর তরফ থেকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। IIIT Kalyani Recruitment 2023 এর মাধ্যমে Junior Assistant Finance পদে নিয়োগ করা হবে। IIIT Kalyani Junior Assistant Finance Vacancy 2023 পদে আবেদনের জন্য আবশ্যিক যোগ্যতা, আবেদন শুরু ও শেষ তারিখ, আবেদন ফি, বয়স সীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে নিচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
IIIT Kalyani Junior Assistant Recruitment 2023 Notification
প্রতিষ্ঠানের নাম | Indian Institute Of Information Technology (IIIT) |
Advt. No. | IITK/Rectt/NF/22-23/29 |
পদের নাম | Junior Assistant Finance |
শূন্যপদের সংখ্যা | 1 |
আবেদন প্রক্রিয়া | অফলাইন |
IIIT Kalyani Junior Assistant Recruitment 2023 Age Limit
- এই IIIT Kalyani Junior Assistant Finance পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 27 বছরের মধ্যে হতে হবে অর্থাৎ সর্বোচ্চ বয়স সীমা 27 বছর দেওয়া হয়েছে।
Kalyani IIIT Junior Assistant Finance Recruitment 2023 Salary
- এই Junior Assistant Finance পদের জন্য বেতন দেওয়া হবে 21,700 টাকা করে প্রতি মাসে।
IIIT Kalyani Junior Assistant Job 2023 Qualification
- এই Junior Assistant Finance পদে আবেদন করার জন্য আবেদনকারীর উচ্চমাধ্যমিকে পাশ করা হতে হবে। তাছাড়া আবেদনকারী যদি B.Com/M.Com করে থাকেন এবং তার সঙ্গে Tally, GST, Income Tax এর অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে।
Kalyani IIIT Junior Assistant Recruitment 2023 Application Fee
- এই Junior Assistant Finance পদে আবেদনের জন্য কোন আবেদনের ফি লাগবে না।
IIIT Kalyani Recruitment 2023 Selection Process
- এই পদে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
IIIT Kalyani Recruitment 2023 Apply Process
- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
- নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
- নোটিশে উল্লেখিত ডকুমেন্ট গুলি যোগ করতে হবে।
- নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক ঠিকানায় জমা করতে হবে।
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নেবেন।
- আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ Deputy Registrar, Indian Institute of Information Technology, Kalyani, WEBEL IT Park, (Near Buddha Park) Kalyani-741235 Nadia, West Bengal
- আবেদনপত্র 20-02-2023 তারিখের আগে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
- অফিশিয়াল ই-মেইলঃ recruitment@iiitkalyani.ac.in
কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক
Application Form Download | Click Here |
Official Notification | Click Here |
Official Website | Click Here |
আরও চাকরির খবরঃ