Kolkata Municipal Corporation Recruitment 2023 যেসব প্রার্থীরা পশ্চিমবঙ্গে সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য Staff Nurse পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে।
Kolkata Municipal Corporation Recruitment 2023 যেসব প্রার্থীরা পশ্চিমবঙ্গে সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য Kolkata Municipal Corporation (KMC) এর তরফ থেকে Staff Nurse পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। KMC Staff Nurse পদে আবেদনের জন্য আবশ্যিক যোগ্যতা, আবেদন শুরু ও শেষ তারিখ, আবেদন ফি, বয়স সীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে নিচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
KMC Staff Nurse Recruitment 2023 Notification
প্রতিষ্ঠানের নাম | Kolkata Municipal Corporation (KMC) |
Advertisement No | H/05/KMC/2022-23 |
পদের নাম | Staff Nurse |
শূন্যপদের সংখ্যা | 30 |
আবেদন প্রক্রিয়া | অফলাইন |
KMC Recruitment 2023 Staff Nurse Vacancy
পদের নাম | UR | UR (PWD) | SC | ST | OBC-A | OBC-B |
Staff Nurse | 14 | 01 | 07 | 02 | 03 | 03 |
বয়স সীমা (Age Limit)
KMC Counsellor পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে। তাছাড়া সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় রয়েছে।
বেতন (Salary)
Kolkata Municipal Corporation Staff Nurse পদের জন্য বেতন দেওয়া হবে 25,000 টাকা করে প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
- এই Staff Nurse পদের জন্য আবেদন করতে হলে আপনার GNM Training Course করা থাকতে হবে। অথবা B.SC নার্সিং কোর্স করা থাকতে হবে।
- অবশ্যই West Bengal নার্সিং কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড হতে হবে।
- বাংলা ভাষা জানা থাকতে হবে।
- বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এই পদের জন্য আবেদনকারীকে শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।
আবেদন ফি (Application Fee)
এই Staff Nurse পদে আবেদন করার জন্য কোন রকম আবেদন ফি লাগবে না।
KMC Staff Nurse Recruitment 2023 Apply Process
- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
- নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
- নোটিশে উল্লেখিত ডকুমেন্ট গুলি যোগ করতে হবে।
- নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক ঠিকানায় জমা করতে হবে।
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নেবেন।
- আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ “Chief Municipal Health Officer, Kolkata Municipal Corporation CMO Bldg, Room no 254, 2nd floor, CMO Bldg, 5, S.N. Banerjee Road, Kolkata – 700013”
- আবেদনপত্র 09-03-2023 তারিখ থেকে 15-03-2023 তারিখের মধ্যে তাদের দেওয়া ঠিকানায় জমা দিতে হবে।
কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক
Official Notification | Click Here |
Application Form | Click Here |
Official Website | Click Here |
আরও চাকরির খবরঃ : SSC তে ১১৪০৯ টি শূন্যপদে নিয়োগ : CISF এ ৪৫১ টি শূন্যপদে নিয়োগ : 255 টি শূন্যপদে Indian Coast Guard এ নিয়োগ : KMC Medical Officer পদে ২৯ জন নিয়োগ