West Bengal ASHA Recruitment 2023 যেসব মহিলা প্রার্থীরা পশ্চিমবঙ্গে সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য আশা কর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে।
ASHA Recruitment 2023 যেসব মহিলা প্রার্থীরা পশ্চিমবঙ্গে সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য ASHA Selection Committee, Barasat (Sadar) Sub-Division এর তরফ থেকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। North 24 Parganas ASHA Vacancy 2023 পদে আবেদনের জন্য আবশ্যিক যোগ্যতা, আবেদন শুরু ও শেষ তারিখ, আবেদন ফি, বয়স সীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে নিচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
West Bengal ASHA Recruitment 2023 Notification
প্রতিষ্ঠানের নাম | ASHA Selection Committee, Barasat (Sadar) Sub-Division |
Memo No | 970/SDO (G) |
পদের নাম | ASHA |
আবেদন প্রক্রিয়া | অফলাইন |
বয়স সীমা (Age Limit)
এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তাছাড়া SC/ST দের সর্বনিম্ন বয়স 22 হলে আবেদন করতে পারবে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে। বিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন এবং বিধবা মহিলারা আবেদনের যোগ্য। মাধ্যমিক পাশ করা থাকলেই আবেদন করতে পারবেন।
বেতন (Salary)
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে মাসিক বেতন সম্পর্কে কিছু বলা হয়নি। তবে পশ্চিমবঙ্গের আশা কর্মীরা প্রতি মাসে ₹4,500 টাকা করে বেতন পান।
আবেদন ফি (Application Fee)
এই আশা কর্মী পদে আবেদন করার জন্য কোন রকম আবেদন ফি লাগবে না।
West Bengal ASHA Karmi Recruitment 2023 Apply Process
- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
- নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
- নোটিশে উল্লেখিত ডকুমেন্ট গুলি যোগ করতে হবে।
- নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক ঠিকানায় জমা করতে হবে।
- আবেদন করার আগে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই ভালো করে পড়ে নেবেন।
- আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ Office of the Block Development Officer, Amdanga, Barasat-I, Baresst-Il, Habra-I, Habra-II, Deganga and Rajarhat Block. আবেদনপত্র 28-03-2023 তারিখ থেকে 13-04-2023 তারিখের মধ্যে তাদের দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। সময় 11:00 Am থেকে 03:00 Pm পর্যন্ত।
কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক
Official Notification | Click Here |
Application Form | Click Here |
Official Website | Click Here |