West Bengal Data Manager Recruitment 2023 Notification প্রকাশিত হয়েছে Kanyanshree Prakalpa লোক নিয়োগের জন্য।
Kanyashree Prakalpa Data Manager Recruitment 2023 যেসব প্রার্থীরা পশ্চিমবঙ্গে সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য Office of the District Magistrate & Collector, Jhargram এর তরফ থেকে কন্যাশ্রী প্রকল্পের জন্য Data Manager পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। West Bengal Data Manager পদে আবেদনের জন্য আবশ্যিক যোগ্যতা, আবেদন শুরু ও শেষ তারিখ, আবেদন ফি, বয়স সীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে নিচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
Kanyashree Prakalpa Data Manager Recruitment 2023 Notification
প্রতিষ্ঠানের নাম | Office of the District Magistrate & Collector, Jhargram |
Memo No | 20/KSP/JGM |
পদের নাম | Data Manager |
শূন্যপদের সংখ্যা | 01 |
আবেদন প্রক্রিয়া | অফলাইন |
বয়স সীমা (Age Limit)
এই Kanyanshree Prakalpa Data Manager পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 18-37 বছরের মধ্যে হতে হবে।
বেতন (Salary)
এই Data Manager পদের জন্য বেতন দেওয়া হবে ₹11,000 টাকা করে প্রতিমাসে।
Kanyashree Prakalpa Data Manager Recruitment 2023 PDF
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
- গ্রেজুয়েট করা হতে হবে যে কোন বিভাগ থেকে।
- কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।
- টাইপিং স্পিড থাকতে হবে মিনিটে 30 টি ওয়ার্ড।
- কমপক্ষে 01 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- আবেদনকারীকে ঝাড়গ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি দেখুন।
আবেদন ফি (Application Fee)
এই Data Manager পদে আবেদন করার জন্য কোন রকম আবেদন ফি লাগবে না।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এই Data Manager পদের জন্য আবেদনকারীকে তিনটি ধাপে নির্বাচন করা হবে
- Written Examination এই Data Manager পদের জন্য আবেদনকারীর প্রথমে Written Examination হবে যা হবে 50 নম্বরের। এতে English থেকে থাকবে 15 নম্বর, Arithmetic থেকে থাকবে 10 নম্বর, General Awareness থেকে থাকবে 10 নম্বর, Computer Knowledge থেকে থাকবে 15 নম্বর।
- Computer Prsctical Test যারা Written Examination এ সিলেক্ট হবেন তাদের Computer Prsctical Test নেওয়া হবে যা হবে 50 নম্বরের।
- Interview যারা Computer Prsctical Test এ সিলেক্ট হবেন তাদের Interview নেওয়া হবে যা হবে 10 নম্বরের।
Kanyashree Prakalpa Data Manager Recruitment 2023 Apply Process
- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
- নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
- নোটিশে উল্লেখিত ডকুমেন্ট গুলি যোগ করতে হবে।
- নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক ঠিকানায় জমা করতে হবে।
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নেবেন।
- আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ Kanyashree Section, Office of the District Magistrate, Jhargram
- আবেদনপত্র 02-03-2023 তারিখের মধ্যে তাদের দেওয়া ঠিকানায় জমা দিতে হবে।
কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক
Application Form | Click Here |
Official Notification | Click Here |
Official Website | Click Here |
আরও চাকরির খবরঃ
: SSC তে ১১৪০৯ টি শূন্যপদে নিয়োগ
: CISF এ ৪৫১ টি শূন্যপদে নিয়োগ
: 255 টি শূন্যপদে Indian Coast Guard এ নিয়োগ