What is a Verb, verb english grammar in bengali, Verb

Verb কাকে বলে? Verb কত প্রকার ও কি কি?

আজ আমরা Verb কাকে বলে? Verb কত প্রকার ও কি কি? বিস্তারিতভাবে উদাহরণ সহ আলোচনা করব। (What is a Verb? Types of Verbs with Examples?)

Part Of Speech কে প্রধানত আটটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন- Noun (বিশেষ্য), Pronoun (সর্বনাম), Adjective (নাম বিশেষণ), Verb (ক্রীয়া বা কাজ), Adverb (ক্ৰীয়া বিশেষণ), Preposition (পদান্বয়ী অব্যয়), Conjunction (সংযোজক অব্যয়), Interjection (আবেগ সূচক অব্যয়)। আজ আমরা Verb (ক্রীয়া বা কাজ) নিয়ে কথা বলব….

Verb কাকে বলে?

যে শব্দ থেকে কোন কিছু হওয়া, করা বা থাকা বোঝায় সেই সকল শব্দকে Verb বা ক্রিয়া বলে। যেমন: Speak, Go, Learn, Walk, Read, Is, Am, Are, Was, Were, Have, Has, Had etc.

Verb কত প্রকার ও কি কি?

ইংরেজি গ্রামারে সাধারণত Verb (ক্রিয়া) দুই প্রকার। নিন্মে তা উদাহরণসহ আলোচনা করা হয়েছে…..

  1. Helping Verb / Auxiliary Verb
  2. Action Verb / Main Verb

Helping Verb / Auxiliary Verb কাকে বলে? কত প্রকার ও কি কি?

Auxiliary Verb এমন একটি Verb যা ক্রিয়ার কাল বা ভাব প্রকাশ করতে Principal Verb-কে সাহায্য করে সেজন্য একে সাহায্যকারী ক্রিয়া বা Helping Verb ও বলে।

আবার‌ Helping Verbs / Auxiliary Verbs কে দুটি ভাগে ভাগ করা হয়েছে –

  1. Primary Auxiliaries or Tense Auxiliaries.
  2. Modal Auxiliaries.

Primary Auxiliaries or Tense Auxiliaries গুলো নিম্নরূপ:

  • Be: be, is, am, are, was, were, been, being.
  • Have: have, has, had, having.
  • Do: do, does, did.
Examples Of Be verb:

(Continuous tense বোঝাতে এবং Passive voice-এ Auxiliary ‘Be’ Verb ব্যবহৃত হয়।)

  • I am doing the sum.
  • She is reading her lesson.
  • They are shouting.
  • He was sleeping at night.
  • They were sleeping.
  • I have been Studying.
  • He is being helpful.

(‘To be’ Principal verb হিসাবে ব্যবহৃত হয়।)

Examples of Have Verb:
  • They have a nice car.
  • Raj has an exam tomorrow.
  • He had to go home.

 (‘To have’ Principal verb হিসাবেও ব্যবহৃত হয়।)

Examples of do verbs:
  • Do You run every morning?
  • Does she speak English every day?
  • Did she write a letter?

 (‘To Do’ সাধারণত Principal verb হিসাবে ব্যবহৃত হয়।)

Modal Auxiliaries গুলো নিম্নে উদাহরণসহ উল্লেখ করা হলঃ

ক্রিয়া সম্পাদনের ধরন বোঝানোর জন্য Modal Auxiliary ব্যবহার হয়। যেমন:- Can, Could, Shall, Should, Will, Would, may, might, must, need, dare, used (to), ought (to).

Examples of Modal Auxiliary Verb:
  • He can drive a car.
  • Could you help me to do the sum?
  • Shall I do the work?
  • Will you go to school?
  • Would you give me a mobile phone?
  • May I come in?
  • His statement might be true.
  • It must be good.
  • He need not go there.
  • I dare say, you are a fool.
  • He used to walk early in the morning.
  • You ought to be here at 9 Am.

Action Verb / Main Verb কাকে বলে? কত প্রকার ও কি কি?

যে Verb গুলি অন্য কোন Verb-এর সাহায্য ছাড়া স্বাধীনভাবে ব্যবহৃত হয়, তাকে Principal verb বা Main verb বা Action Verb বলে।

Principal verb examples:

  • She wills to have a prize.
  • She is a teacher.
  • I have an umbrella.
  • He does his work perfectly.

আবার‌, Principal verb বা Main verb বা Action Verb কে দুটি ভাগে ভাগ করা হয়েছে –

  • Transitive Verb (সকর্মক ক্রিয়া)
  • Intransitive Verb (অকর্মক ক্রিয়া)

Transitive Verb কাকে বলে?

কোনো ক্রিয়ার কর্ম সম্পাদনের জন্য যদি কর্তা ছাড়াও অন্য কাউকে বা অন্য কিছুকে প্রয়োজন হয়, তাহলে তাকে Transitive Verb বা সকর্মক ক্রিয়া বলে। অর্থাৎ Transitive Verb এ Object বা কর্মের প্রয়োজন হয়।

Examples Of Transitive Verb:
  • He is eating rice.
  • She is preparing breakfasts.
  • They have bought a bicycle.
  • Riya Loves ice cream.

Intransitive Verb কাকে বলে?

কোনো ক্রিয়ার কর্ম সম্পাদনের জন্য যদি কর্তা ছাড়া আর কারো প্রয়োজন না হয়, তাহলে তাকে Intransitive Verb বা অকর্মক ক্রিয়া বলে। অর্থাৎ Intransitive Verb এর কোন Object প্রয়োজন হয় না।

Examples Of Intransitive Verbs:
  • They Jumped.
  • The thief runs.
  • The birds are flying.
  • The boy is laughing.
  • The light was shining.

আবার,

Advance Level এ Verb কে দুটি ভাগে ভাগ করা হয়েছে-

  • Finite Verb (সমাপিকা ক্রিয়া)
  • Non-Finite Verb (অসমাপিকা ক্রিয়া)

Finite Verb কাকে বলে?

Finite Verb সমাপিকা ক্রিয়া Subject বা কর্তার Person এবং number-এর দ্বারা সীমাবদ্ধ এবং tense অনুসারে তার রূপের পরিবর্তন হয়।

সহজ ভাষায় আমরা বলতে পারি, যে Verb Subject বা কর্তার Number, Person এবং Tense অনুসারে তার রূপের পরিবর্তন করে তাকে Finite Verb বা সমাপিকা ক্রিয়া বলে।

Examples Of Finite Verb:

  • He spoke to me.
  • Bimal goes to school.
  • They robbed the bank.
  • We are laughing.
  • She is my sister.

Non-Finite Verb কাকে বলে? কত প্রকার ও কি কি?

Non-Finite Verb কোন Finite Verb এর মতো Subject এর Person এবং number দ্বারা সীমাবদ্ধ হয় না; তাই একে Infinite Verb বা Infinitive বলে। Non-Finite Verb এর Tense অনুসারে রূপের পরিবর্তন হয় না।

আবার, Non-Finite Verb-কে তিনটি ভাগে ভাগ করা হয়েছে-

  1. Infinitive
  2. Gerund
  3. Participle

Infinitive কাকে বলে? উদাহরণ?

Main Verb এর First Form এবং Noun এর পূর্বে যখন ‘To’ ব্যবহৃত হয় তখন তাকে Infinitive বলে। Purpose বুঝানোর জন্য এর ব্যবহার করা হয়। যেমন:- To Speak, To go, To study, etc.

Examples Of Infinitive:
  • I want to study.
  • She wants to go.
  • To err is human.
  • We come to see.

Gerund কাকে বলে? উদাহরণ?

Main Verb এর First Form এর সঙ্গে যখন ‘ing’ ব্যবহার করা হয় তখন তাকে Gerund বলে। এর ব্যবহার Noun বা Verb এর মতো হয়।

Examples Of Gerund:
  • Swimming is good.
  • I like watching TV.
  • Walking is a good exercise.

Participle কাকে বলে? কত প্রকার ও কী কী? উদাহরণ?

কোনো sentence-এ verb-এর যে form একই সঙ্গে verb এবং adjective-এর কাজ করে, তাকে Perticiple বলে।

Participle সাধারণত তিন প্রকার-

  • Present Participle
  • Past Participle
  • Perfect Participle

Present Participle: Verb এর First Form এর সঙ্গে ing যুক্ত হয়ে যদি verb বা Adjective এর মতো কাজ করে তখন তাকে Present participle বলে।

Examples of Present participle:
  • The rising sun.
  • The laughing children.
  • The news is interesting.

Past participle: যে Participle দ্বারা অতীতে কোন কাজ সম্পন্ন হয়েছে বোঝায় তাকে Past Participle বলে। Past participle-এ সাধারণত Main verb এর Third Form ব্যবহৃত হয়।

Examples Of Past participle:
  • Broken window.
  • Painted door.
  • He had played there.

Perfect Participle: যদি Verb এর Past Participle এর পূর্বে having যুক্ত হয়ে Adjective ও Verb এর কার্য সম্পাদন করে  তখন তাকে Perfect Participle বলে।

Examples of Perfect Participle:
  • Having finished his homework, Raj was ready for a game of chess.
  • Having read the book, she spoiled the whole story.

Verb In Bengali PDF Download

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *