আজ আমরা Noun কাকে বলে? Noun কত প্রকার ও কি কি? উদাহরণ সহ আলোচনা করব। (What is Noun in English Grammar? Types of Nouns with Examples?)
Noun কাকে বলে?
যে শব্দ (word) দ্বারা কোন কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই noun বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই noun বলে। অর্থাৎ যে শব্দের (word) দ্বারা কোন কিছুর নাম বোঝায় যেমন – ব্যক্তি, বস্তু, জাতি, শ্রেনী, দোষ, গুন, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদি বোঝায় তাকে Noun বলে। উদাহরণ:-
- Raj, Rahim, Dipak প্রভৃতি ব্যক্তির নাম।
- Book, Fan, Light, AC, Mobile প্রভৃতি বস্তুর নাম।
- smart, clever, brilliant প্রভৃতি গুনের নাম।
- Delhi, Melaghar, Kolkata প্রভৃতি স্থানের নাম।
- Hindu, Sikh, Muslim প্রভৃতি জাতির নাম।
- Summer, Winter, Spring, Autume প্রভৃতি কালের নাম।
Noun কত প্রকার ও কি কি?
ইংরেজি গ্রামার এ Noun সাধারণত দুই প্রকার। নিম্নে তা উদাহরণসহ আলোচনা করা হয়েছে…
- Concrete Noun
- Abstract Noun
Concrete Noun কাকে বলে? কত প্রকার ও কি কি?
যে Noun এর বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় তাকে Concrete Noun বলে। অর্থাৎ আমাদের পাঁচটি ইন্দ্রিয় যেমন – চোখ, কান, নাক, জিভ ও ত্বক দ্বারা উপলব্ধি করা যায়- দেখা যায়, ধরা বা ছোঁয়া যায়, গন্ধ দিয়ে অনুভব করা যায়, বা আস্বাদন করা যায় তাকে Concrete Noun বলে। উদাহরণ:- Cycle, Man, Book, Water, Fire, Smoke ইত্যাদি।
Concrete Noun আবার চার প্রকার:
- Common Noun
- Proper Noun
- Collective Noun
- Material Noun
Common Noun (জাতিবাচক বিশেষ্য) কাকে বলে? উদাহরণ ?
যে Noun দ্বারা একই জাতীয় কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বুঝায় তাকেই Common Noun বলে। যেমন: Boy, Girl, Animal, Paper etc.
Examples of Common Noun
- এখানে Boy (ছেলে) দ্বারা সকল ছেলেকেই বুঝানো হয়েছে। নির্দিষ্ট কোন ছেলেকে আলাদা করে বুঝায়নি।
- Animal দ্বারা সকল পশুকে বুঝানো হয়েছে। নির্দিষ্ট কোন পশুকে আলাদা করে বুঝায়নি।
Proper Noun (নাম বাচক বিশেষ্য) কাকে বলে? উদাহরণ ?
যে Noun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে Proper Noun বলে। যেমন: Raj, India, Ganga, Indiatimes, Tiger, RFL Chair etc.
Examples of Proper Noun
- এখানে Raj দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বুঝানো হয়েছে।
- India, Ganga, Indiatimes, Tiger দ্বারা কোন নির্দিষ্ট দেশ, নদী, পত্রিকা ও পশু কে বুঝানো হয়েছে।
Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য) কাকে বলে? উদাহরণ ?
Collective Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি কে বুঝায়। যেমন, Sugar, Army, Rice, Class, Family, etc.
Examples of Collective Noun
- Sugar (চিনি) তোমাকে যদি আমি একটি চিনির দানা দিই তাহলে ইংরেজিতে একটি চিনির দানাকে তুমি Sugar বলবে এবং অনেকগুলি চিনির দানাকেও তুমি Sugar বলবে। অর্থাৎ Collective Noun এ আশা শব্দ (Word) গুলিকে আমারা Singular বা Plural এ প্রকাশ করি না।
Material Noun (বস্তুবাচক বিশেষ্য) কাকে বলে? উদাহরণ ?
Material Noun হল পদার্থ বা বস্তু বা উপাদান বা জিনিস যার ওজন আছে কিন্তু গণনা করা যায় না। যেমন: Wood, Plastic, Rubber, Gold, Milk, Salt, Paper, silver, iron, steel, cotton, wool, nylon, Etc.
Examples of Material Noun
- Gold is a very precious metal. ( এখানে যত Gold আছে সমস্ত Gold কে বোঝাচ্ছে। )
- Silver is white and bright. ( এখানে যত Silver আছে সমস্ত Silver কে বোঝাচ্ছে।)
Abstract Noun কাকে বলে?
যে Noun দ্বারা কোন ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে Abstract Noun বা গুণবাচক বিশেষ্য বলে। Abstract Noun এর উদাহরণ: Liberty, anger, freedom, Wisdom, childhood, hunger, kindness, death, love, happiness, beauty ইত্যাদি।
Countable Noun কাকে বলে?
Countable Noun হল পৃথক ব্যক্তি, প্রাণী, স্থান, জিনিস বা ধারণা যা গণনা করা যেতে পারে। অর্থাৎ যে কোন জিনিস যা গণনা করা যায়। Countable Noun Singular বা Plural হতে পারে। উদাহরণ:-
Singular | Plural |
A Book | Three Books |
A Pen | Five Pens |
A Friend | Friends |
A Dog | Dogs |
Uncountable Noun কাকে বলে?
যে Noun কে গুনা যায় না তাকে Uncountable Noun বলে। অর্থাৎ যে কোন জিনিস যা গণনা করা যায় না। যেমন Water, Wood Oxygen, Hydrogen etc.