Bank Of India Recruitment 2023 Apply For 500 Posts

Bank Of India Recruitment 2023 Notification প্রকাশিত হয়েছে BOI ব্যাংকে 500 টি শূন্যপদে লোক নিয়োগের জন্য।

Bank Of India Recruitment 2023 যেসব প্রার্থীরা ব্যাংকের চাকরি খুঁজছেন তাদের জন্য Bank Of India (BOI) এর তরফ থেকে Credit Officer in General Banking stream এবং IT Officer in Specialist stream পদে  নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। BOI Probationary Officer Vacancy 2023 পদে আবেদনের জন্য আবশ্যিক যোগ্যতা, আবেদন শুরু ও শেষ তারিখ, আবেদন ফি, বয়স সীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে নিচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

Bank Of India Recruitment 2023

Bank Of India Recruitment 2023 Notification

প্রতিষ্ঠানের নামBank Of India
Advt. No.2022-23/3
পদের নামCredit Officer in General Banking stream এবং IT Officer in Specialist stream
শূন্যপদের সংখ্যা500
আবেদন প্রক্রিয়াঅনলাইন

Bank Of India Recruitment 2023 PO Vacancy

পদের নামSCSTOBCEWSGEN
Credit Officer in General Banking stream53309735135
IT Officer in Specialist stream2310411363

বয়স সীমা (Age Limit)

BOI Credit Officer in General Banking stream এবং IT Officer in Specialist stream এই দুটি পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 20 থেকে 29 বছরের মধ্যে হতে হবে। তাছাড়া SC/ST দের জন্য 5 বছর এবং OBC (Non-creamy layer) দের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

পদের নাম:- Credit Officer in General Banking stream

শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর ডিগ্রী (গ্রেজুয়েশন) করা থাকতে হবে যে কোন বিভাগ থেকে বা তার সমতুল্য কোন ডিগ্রী থাকতে হবে।
পদের নাম:- IT Officer in Specialist stream

শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর চার বছরের Engineering/ Technology Degree in Computer Science/ Computer Applications/ Information Technology/ Electronics/Electronics & Telecommunications/ Electronics & Communication/ Electronics & Instrumentation করা থাকতে হবে।

অথবা

গ্রাজুয়েট ডিগ্রী করা থাকতে হবে তে কোন ডিসিপ্লিনে এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী করা থাকতে হবে Electronics/ Electronics & Telecommunication/ Electronics & Communication/ Electronics & Instrumentation/ Computer Science/ Information Technology/ Computer Applications এ।

অথবা

গ্রাজুয়েট ডিগ্রী করা থাকতে হবে যে কোন ডিসিপ্লিনে এবং পাস করা হতে হবে DOEACC ‘B’ level এ।

Bank of India Recruitment 2023 PDF

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

আবেদনকারীদের নির্বাচন করা হবে চারটি ধাপের মাধ্যমে:-

  1. Online Examination
  2. Interview
  3. Group Discussion (GD)
  4. Final Selection
  5. বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন ফি (Application Fee)

এই দুটি পদে আবেদন করার জন্য General/EWS/OBC দের জন্য ₹850 টাকা। এবং SC/ST/PWD দের জন্য ₹175 টাকা।

Bank Of India Recruitment 2023 Apply Process

  • আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
  • নীচের লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
  • নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
  • আবেদন ফর্ম এ উল্লেখিত ডকুমেন্ট গুলি যোগ করতে হবে।
  • সবশেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
  • আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
  • অনলাইনে আবেদন করার শেষ তারিখ 25-02-2023

Important Links For Bank Of India Recruitment 2023

Official NotificationClick Here
Apply OnlineClick Here
Official WebsiteClick Here
আরও চাকরির খবরঃ 
: SSC তে ১১৪০৯ টি শূন্যপদে নিয়োগ 
: CISF এ ৪৫১ টি শূন্যপদে নিয়োগ 
: 255 টি শূন্যপদে Indian Coast Guard এ নিয়োগ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *