Indian Coast Guard Recruitment 2023 Notification প্রকাশিত হয়েছে 255 টি শূন্যপদে লোক নিয়োগের জন্য।
Indian Coast Guard Recruitment 2023 যেসব প্রার্থীরা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য Indian Coast Guard এর তরফ থেকে Navik (General Duty) এবং Navik (Domestic Branch) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। Indian Coast Guard Navik GD, DB পদে আবেদনের জন্য আবশ্যিক যোগ্যতা, আবেদন শুরু ও শেষ তারিখ, আবেদন ফি, বয়স সীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে নিচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
Indian Coast Guard Recruitment 2023 Notification
প্রতিষ্ঠানের নাম | Indian Coast Guard |
Advt. No. | CGEPT – 02/2023 BATCH |
পদের নাম | Navik (General Duty) এবং Navik (Domestic Branch) |
শূন্যপদের সংখ্যা | 255 |
আবেদন প্রক্রিয়া | অনলাইন |
Indian Coast Guard 2023 Navik GD, DB Vacancy
পদের নাম | UR | EWS | OBC | ST | SC |
Navik (General Duty) | 88 | 22 | 61 | 22 | 32 |
Navik (Domestic Branch) | 12 | 02 | 10 | 02 | 04 |
বয়স সীমা (Indian Coast Guard Navik GD And DB Age Limit)
ভারতীয় কোস্ট গার্ড নাবিক (জেনারেল ডিউটি) এবং নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ) এই দুটি পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 18 থেকে 22 বছরের মধ্যে হতে হবে। তাছাড়া SC/ST দের জন্য 5 বছর এবং OBC (non-creamy) দের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
বেতন (Indian Coast Guard Recruitment 2023 Salary)
Navik (General Duty) এবং Navik (Domestic Branch) এই দুটি পদের জন্যই বেতন দেওয়া হবে ₹21,700 টাকা করে প্রতিমাসে।
Indian Coast Guard Official Notification PDF
শিক্ষাগত যোগ্যতা (Indian Coast Guard Recruitment 2023 Education Qualification)
- Navik (General Duty) এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে উচ্চমাধ্যমিকে পাস করা হতে হবে গণিত এবং পদার্থবিদ্যা নিয়ে।
- Navik (Domestic Branch) এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে মাধ্যমিকে পাস করা হতে হবে।
নির্বাচন প্রক্রিয়া (Indian Coast Guard Recruitment 2023 Selection Process)
এই Navik (General Duty) এবং Navik (Domestic Branch) পদের জন্য আবেদনকারীকে নির্বাচন করা হবে চারটি ধাপের মাধ্যমে যার মধ্যে রয়েছে Written Examination, Document Verification, Physical Fitness Test এবং Medicals Examination এই নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
আবেদন ফি (Indian Coast Guard Navik GD And DB Application Fee)
এই দুটি পদে আবেদন করার জন্য আবেদন ফি ₹300 টাকা তাছাড়া SC/ST আবেদনকারীদের কোন আবেদন ফি দিতে লাগবে না।
Indian Coast Guard Recruitment 2023 Apply Online
- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নীচের লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
- আবেদন ফর্ম এ উল্লেখিত ডকুমেন্ট গুলি যোগ করতে হবে।
- সবশেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
- অনলাইনে আবেদন করার শেষ তারিখ 19-02-2023
কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক
Last Date Extended (16-02-2023) | Click Here |
Official Notification | Click Here |
Apply Online | Click Here |
Official Website | Click Here |
আরও চাকরির খবরঃ : SSC তে ১১৪০৯ টি শূন্যপদে নিয়োগ : CISF এ ৪৫১ টি শূন্যপদে নিয়োগ