SSC MTS And Havaldar Recruitment 2023 যেসব প্রার্থীরা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য Staff Selection Commission (SSC) এর তরফ থেকে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে Multi Tasking Staff & Havaldar পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। SSC Recruitment 2023 তে আবেদনের জন্য আবশ্যিক যোগ্যতা, আবেদন শেষ তারিখ, আবেদন ফি, বয়স সীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
SSC MTS And Havaldar Recruitment 2023 Notification
প্রতিষ্ঠানের নাম | Staff Selection Commission (SSC) |
পদের নাম | Multi Tasking Staff (MTS) & Havaldar in CBIC And CBN |
শূন্যপদের সংখ্যা | 11409+1114 |
আবেদন প্রক্রিয়া | অনলাইন |
SSC MTS And Havaldar Recruitment 2023 Age Limit
- SSC MTS Age Limit: এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। তাছাড়া SC/ST দের জন্য 5 বছর এবং OBC দের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
- SSC Havaldar Age Limit: Havaldar CBN পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। তাছাড়া Havaldar CBIC ও MTS এর কিছু পোস্ট এর জন্য আবেদনকারীর বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। তাছাড়া SC/ST দের জন্য 5 বছর এবং OBC দের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
SSC Recruitment 2023 Notification PDF
SSC MTS And Havaldar Vacancy 2023 Application Fee
- SSC MTS And Havaldar এই দইটি পদে আবেদন করার জন্য আবেদন ফি UR দের জন্য 100 টাকা এবং SC/ST/PWBD/ESM/Women আবেদনকারীদের জন্য কোন আবেদন ফি লাগবে না।
SSC MTS And Havaldar Job 2023 Education Qualification
- এই দুটি পদে আবেদন করার জন্য আবেদনকারীকে মাধ্যমিকে পাস করা হতে হবে বা তার সমতুল্য কোন ডিগ্রি থাকতে হবে।
SSC MTS And Havaldar Recruitment 2023 Selection Process
- Multi-Tasking (Non-Technical) Staff এই পদের জন্য আবেদনকারীকে সিলেক্ট করা হবে Computer Based Examination এর মাধ্যমে।
- Havaldar in CBIC and CBN এই পদের জন্য আবেদনকারীকে সিলেক্ট করা হবে Computer Based Examination, Physical Efficiency Test (PET)/ Physical Standard Test (PST) এর মাধ্যমে।
Havaldar Physical Efficiency Test (PET)
পুরুষ | মাহিলা | |
Walking | 1600 meters in 15 minutes | 1 Km in 20 minutes |
Havaldar Physical Standard Test (PST)
উচ্চতা | বুক | |
পুরুষ | উচ্চতা হতে হবে 157.5 cms. (তাছাড়া ST দের জন্য 5 cms. এর ছাড় রয়েছে।) | বুকের মাপ হতে হবে 81 cms. (প্রশ্বাস অবস্থায় নূন্যতম 5 cms. প্রসারিত হতে হবে।) |
উচ্চতা | ওজন | |
মাহিলা | উচ্চতা হতে হবে 152 cms. (তাছাড়া ST দের জন্য 2.5 cms এর ছাড় রয়েছে।) | 48 Kg (ST মহিলাদের জন্য 2 কেজির ছাড় রয়েছে) |
SSC MTS And Havaldar Recruitment 2023 Apply Process
- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নীচের লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
- আবেদন ফর্ম এ উল্লেখিত ডকুমেন্ট গুলি যোগ করতে হবে।
- সবশেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
- অনলাইনে আবেদন করার শেষ তারিখ 24-02-2023
কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক
Last Date Extended (17-02-2023) | Click Here |
Vacancy Increase Notice (21-01-2023) | Click Here |
Official Notification | Click Here |
Apply Online | Click Here |
Official Website | Click Here |
SSC MTS And Havaldar Recruitment 2023 PDF
Ans. Download Link
SSC MTS And Havaldar Recruitment 2023 Apply Last Date
Ans. 17-02-2023
SSC MTS And Havaldar Recruitment 2023 Last Date Extended
Ans. 24-02-2023