CISF Constable Recruitment 2023 Notification ইতিমধ্যে প্রকাশিত হয়েছে 451 টি পদে নিয়োগের জন্য।
CISF Recruitment 2023 যেসব প্রার্থীরা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য Central Industrial Security Force (CISF) এর তরফ থেকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। CISF Recruitment 2023 এর মাধ্যমে Constable / Driver এবং Constable / Driver Cum Pump Operator পদে নিয়োগ করা হবে। CISF Constable Driver Job Vacancy 2023 পদে আবেদনের জন্য আবশ্যিক যোগ্যতা, আবেদন শুরু ও শেষ তারিখ, আবেদন ফি, বয়স সীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে নিচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
CISF Constable Recruitment 2023 Notification
প্রতিষ্ঠানের নাম | Central Industrial Security Force (CISF) |
পদের নাম | Constable / Driver এবং Constable / Driver Cum Pump Operator |
শূন্যপদের সংখ্যা | 451 |
আবেদন প্রক্রিয়া | অনলাইন |
CISF Constable Recruitment 2023 Post Details
পদের নাম | UR | SC | ST | OBC | EWS |
Constable / Driver | 76 | 27 | 13 | 49 | 18 |
Constable / Driver Cum Pump Operator (i.e. Driver for fire services) | 111 | 40 | 19 | 72 | 26 |
CISF Constable Recruitment 2023 Age Limit
- এই Constable / Driver এবং Constable / Driver Cum Pump Operator পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 21 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। তাছাড়া SC/ST দের জন্য 5 বছর এবং OBC দের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে। তাছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
CISF Constable Driver Recruitment 2023 Salary
- এই পোস্টগুলির জন্য বেতন দেওয়া হবে ₹21,700 থেকে ₹69,100 টাকা পর্যন্ত প্রতি মাসে।
CISF Constable Recruitment 2023 Qualification
- এই Constable / Driver এবং Constable / Driver Cum Pump Operator পদে আবেদন করার জন্য আবেদনকারীর মাধ্যমিকে পাস করা হতে হবে বা তার সমতুল্য কোন ডিগ্রি থাকতে হবে কোন সরকার স্বীকৃত বোর্ড থেকে।
- শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
CISF Constable Recruitment 2023 Selection Process
এই পোস্ট গুলির জন্য আবেদনকারীকে তিনটি ধাপে নির্বাচন করা হবে
- PST/PET, Documentation & Trade Test
- OMR Base/CBT mode written examination
- Detailed Medical Examination
Physical Standards
CISF Constable Recruitment 2023 Application Fee
- এই Constable / Driver এবং Constable / Driver Cum Pump Operator পোস্টে আবেদন করার জন্য আবেদন ফি UR/EWS/OBC দের জন্য ₹100 টাকা এবং SC/ST/ESM আবেদনকারীদের কোন ফি দিতে লাগবে না।
CISF Constable Recruitment 2023 Apply Online For 451 Posts
- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নীচের লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
- আবেদন ফর্ম এ উল্লেখিত ডকুমেন্ট গুলি যোগ করতে হবে।
- সবশেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
- অনলাইনে আবেদন করার শেষ তারিখ 22-02-2023
কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক
Official Notification | Click Here |
CISF Online Apply | Click Here |
Official Website | Click Here |
আরও চাকরির খবরঃ
Gov jobs