WBHRB Clinical Instructor Recruitment 2023 Notification ইতিমধ্যে প্রকাশিত হয়েছে 146 টি পদে নিয়োগের জন্য।
WBHRB Clinical Instructor Recruitment 2023 যেসব প্রার্থীরা পশ্চিমবঙ্গে সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য West Bengal Health Recruitment Board (WBHRB) এর তরফ থেকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। এর মাধ্যমে Clinical Instructor পদে লোক নিয়োগ করা হবে। WBHRB Clinical Instructor Vacancy 2023 পদে আবেদনের জন্য আবশ্যিক যোগ্যতা, আবেদন শুরু ও শেষ তারিখ, আবেদন ফি, বয়স সীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে নিচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
WBHRB Clinical Instructor Recruitment 2023 Notification
প্রতিষ্ঠানের নাম | West Bengal Health Recruitment Board |
Advertisement No.: | R/Clinical Instructor-Lateral, GCON/1/2023 |
পদের নাম | Clinical Instructor |
শূন্যপদের সংখ্যা | 146 |
আবেদন প্রক্রিয়া | অনলাইন |
WBHRB Clinical Instructor Recruitment 2023 Post Details
পদের নাম | UR | SC | ST | OBC-A | OBC-B |
Clinical Instructor | 77 | 32 | 09 | 15 | 09 |
WBHRB Clinical Instructor Recruitment 2023 Age Limit
- এই Clinical Instructor পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ৫০ বছরের কম বয়স হতে হবে।
WBHRB Clinical Instructor Recruitment 2023 Salary
- এই Clinical Instructor পদের জন্য বেতন দেওয়া হবে ₹35,800 – ₹92,100 টাকা পর্যন্ত প্রতি মাসে।
WBHRB Clinical Instructor Recruitment 2023 Qualification
- M.Sc. নার্সিং বা B.Sc. নার্সিং করা থাকতে হবে কোন স্বীকৃত ইউনিভার্সিটি থেকে। সাথে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং বাংলা ভাষায় কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
WBHRB Clinical Instructor Vacancy 2023 Selection Process
- এই Clinical Instructor পদের জন্য আবেদনকারীকে সিলেক্ট করা হবে একাডেমিক স্কোর, অভিজ্ঞতা এবং ইন্টারভিউ এর মাধ্যমে।
Government Jobs in West Bengal for female
West bengal Clinical Instructor Job 2023 Application Fee
- এই Clinical Instructor পদে আবেদন করার জন্য আবেদন ফি 210 টাকা এবং SC/ST আবেদনকারীদের জন্য কোন আবেদন ফি লাগবে না।
West bengal Clinical Instructor Job 2023 Apply Process
- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নীচের লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
- আবেদন ফর্ম এ উল্লেখিত ডকুমেন্ট গুলি যোগ করতে হবে।
- সবশেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
- অনলাইনে আবেদন করার শেষ তারিখ 20-02-2023
কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক
Official Notification | Click Here |
Apply Online | Click Here |
Official Website | Click Here |
আরও চাকরির খবরঃ