TPSC Recruitment 2023 | ত্রিপুরায় Election Inspector Group C পদে নিয়োগ

TPSC Election Inspector Recruitment 2023 Notification ইতিমধ্যে প্রকাশিত হয়েছে Tripura Group C, Non-Gazetted পদে নিয়োগের জন্য।

TPSC Election Inspector Group C Recruitment 2023

TPSC Recruitment 2023 যেসব প্রার্থীরা ত্রিপুরায় সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য Tripura Public Service Commission (TPSC) এর তরফ থেকে TPSC Election Inspector পদে  নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। TPSC Election Inspector Group C Vacancy 2023 পদে আবেদনের জন্য আবশ্যিক যোগ্যতা, আবেদন শুরু ও শেষ তারিখ, আবেদন ফি, বয়স সীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে নিচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

TPSC Election Inspector Recruitment 2023 Notification

প্রতিষ্ঠানের নামTripura Public Service Commission (TPSC)
Advt. No.08/2023
পদের নামElection Inspector (Group-C, Non-Gazetted)
শূন্যপদের সংখ্যা16
আবেদন প্রক্রিয়াঅনলাইন

TPSC Election Inspector Group C Vacancy 2023

Name Of PostsURSCST
Election Inspector, (Group-C, Non-Gazetted)060109

TPSC Election Inspector Recruitment 2023 Age Limit

TPSC Recruitment 2023 Election Inspector পদে আবেদন করার জন্য আবেদনকারীর নূন্যতম বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তাছাড়া SC/ST/PH এবং সরকারি কর্মচারীদের জন্য 5 বছরের বয়সের ছাড় রয়েছে।

TPSC Election Inspector Group C Recruitment 2023 Salary

TPSC Election Inspector Group C, Non- Gazetted পদের জন্য বেতন দেওয়া হবে 5,700 টাকা থেকে 24,000 টাকা পর্যন্ত প্রতি মাসে।

TPSC Group C Recruitment 2023 Application Fee

TPSC Election Inspector পদে আবেদন করার জন্য আবেদন ফি UR/OBC দের জন্য 300 টাকা এবং SC/ST/BPL Card Holders/PH দের জন্য 250 টাকা।

TPSC Election Inspector Vacancy 2023 Education Qualification

TPSC Election Inspector Group C পদে আবেদন করার জন্য আবেদনকারীর নূন্যতম ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে যে কোন স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সাথে বাংলা বা ককবরক ভাষা জানা থাকতে হবে ।

TPSC Election Inspector Recruitment 2023 Selection Process

এই Election Inspector Group-C, Non-Gazetted পদের জন্য আবেদনকারীকে তিনটি ধাপে নির্বাচন করা হবে….

  • Preliminary Examination এই পরীক্ষা হবে মাল্টিপল চয়েজ টাইপ প্রশ্নের মাধ্যমে। এতে General Studies এবং Arithmetic এর উপর প্রশ্ন থাকবে। সময় থাকবে 1 ঘন্টা 20 মিনিট।
  • Main Examination এই পরীক্ষায় দুটি পেপার থাকবে Paper 1 এবং Paper 2। Paper 1 হবে English এর উপর এবং Paper 2 হবে General Studies এবং Arithmetic এর উপর। মোট 100 নম্বরের পরীক্ষা হবে সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট।
  • Personality Test যেসব প্রার্থীরা Main Examination এ সিলেক্ট হবেন তাদের Personality Test এর জন্য ডাকানো হবে।

TPSC Election Inspector Job 2023 Apply Process

  • আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
  • নীচের লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
  • নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
  • আবেদন ফর্ম এ উল্লেখিত ডকুমেন্ট গুলি যোগ করতে হবে।
  • সবশেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
  • আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নেবেন।
  • আবেদন শুরু হবে 28-06-2023
  • অনলাইনে আবেদন করার শেষ তারিখ 28-07-2023

কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক

Apply OnlineLink Available On 28-06-2023
Official NotificationClick Here
Official WebsiteClick Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *