Hooghly Anganwadi Recruitment 2022 যেসব প্রার্থীরা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য Anganwadi Recruitment 2022 Hooghly District Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। চন্দননগর মহকুমার এবং সদর মহকুমার এর বিভিন্ন প্রকল্পের জন্য অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ করা হবে। West Bengal Anganwadi Worker Recruitment 2022 Hooghly District এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, আবেদন শুরু ও শেষ তারিখ, আবেদন ফি, বয়স সীমা ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে নিচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
Hooghly Anganwadi Recruitment 2022 Notification
প্রতিষ্ঠানের নাম | Hooghly Sub Divisional Office |
পদের নাম | Anganwadi Worker |
শূন্যপদের সংখ্যা | 337 |
আবেদন প্রক্রিয়া | অনলাইন |
West Bengal এর সব ধরনের চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের WhatsApp এবং Telegram Group এ Join করুন
Hooghly Anganwadi Recruitment 2022 Post Details
Chandernagore Sub-Division | 120 |
Sadar Sub-Division | 217 |
Hooghly Anganwadi Recruitment 2022 Age Limit
- আবেদনকারীর বয়স 01-04-2022 অনুযায়ী 65 বছরের নিচে হতে হবে। “যদি কেউ 30-11-2022 এ 65 বছর পূর্ণ করে তাহলে সে বিবেচিত হবে না।”
Hooghly Anganwadi Worker Recruitment 2022 Education Qualification
- আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- আবেদনকারীর পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অভিজ্ঞতার হিসাব করা হবে 01-04-2022 পর্যন্ত।
আরও চাকরির খবরঃ
- Uttar Dinajpur Asha Karmi Recruitment 2022
- West Bengal Data Entry Operator Recruitment 2022
- Indian Coast Guard Recruitment 2022
Hooghly Anganwadi Worker Vacancy 2022 Apply Online
- হুগলি জেলার এই https://hooghly.nic.in ওয়েবসাইটে গিয়ে 15-09-2022 থেকে 15-10-2022 তারিখ পর্যন্ত অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে।
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
Hooghly Anganwadi Recruitment 2022 Selection Process
- আবেদনকারীদের সিলেক্ট করা হবে পরীক্ষার মাধ্যমে।
- লিখিত পরীক্ষা হবে 35 নম্বরের (গণিত-10, ইংরেজি-10 জনস্বাস্থ্য এবং সমাজে নারীর স্থান এবং মর্যাদা-10, সাধারণ জ্ঞান-5 নম্বর)।
- পাঁচ বছরের অভিজ্ঞতার ঊর্ধ্বে প্রতি তিন বছরের জন্য 5 নম্বর এই ভিত্তিতে সর্বাধিক 10 নম্বর।
- মৌখিক- 5 নম্বর।
- পরীক্ষার তারিখ প্রতিটি প্রার্থীকে পরে জানানো হবে।
কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক
Apply Online | Click Here |
Official Notification | Link 1 | Link 2 |
Official Website | Click Here |