Asha Karmi Recruitment 2022 Uttar Dinajpur যেসব প্রার্থীরা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য West Bengal Asha Selection Committee এর তরফ থেকে Uttar Dinajpur Asha Karmi Recruitment 2022 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। রানিগঞ্জ, কালিয়াগঞ্জ,হেমতাবাদ এবং ইটাহার ব্লকের অধীনে স্বাস্থ্য কেন্দ্রগুলিতে আশা কর্মী (ASHA) নিয়োগ করা হবে। Uttar Dinajpur Asha Karmi Recruitment 2022 এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, আবেদন শুরু ও শেষ তারিখ, আবেদন ফি, বয়স সীমা ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে নিচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
Uttar Dinajpur Asha Karmi Recruitment 2022 Notification
প্রতিষ্ঠানের নাম Uttar Dinajpur ASHA Selection Committee পদের নাম Accredited Social Health Activist (ASHA) শূন্যপদের সংখ্যা 18 আবেদন প্রক্রিয়া অফলাইন
Uttar Dinajpur Asha Recruitment 2022 Age Limit
সর্বনিম্ন বয়স 30 বছর সর্বোচ্চ বয়স সীমা 40 বছর SC/ST এই আবেদনকারীরা 22 বছর বয়স থেকেই আবেদন করতে পারবে। বয়স হিসাব করতে হবে 01/01/2022 তারিখের ভিত্তিতে।
আরও চাকরির খবরঃ
Asha Karmi Recruitment 2022 Uttar Dinajpur Salary
Accredited Social Health Activist (ASHA) এই পদের জন্য মাসিক বেতন 4,500/- টাকা এবং কাজের উপর ভিত্তি করে উৎসাহ ভাতা দেওয়া হবে।
West Bengal এর সব ধরনের চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের WhatsApp এবং Telegram Group এ Join করুন
Asha Karmi Recruitment 2022 West Bengal Uttar Dinajpur Application Fee
Accredited Social Health Activist (ASHA) এই পদে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
Uttar Dinajpur Asha Karmi Recruitment 2022 Education Qualification
আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে। কেবলমাত্র বিবাহিতা/ডিভোর্সী/বিধবা মহিলারা আবেদন করতে পারবে। আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।
Uttar Dinajpur Asha Karmi Recruitment 2022 Apply Offline
আবেদন শুরু হয়েছে 07-09-2022 আবেদন করার শেষ দিন 28-09-2022
Asha Karmi Recruitment 2022 Uttar Dinajpur Selection Process
আবেদনকারীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
Uttar Dinajpur Asha Karmi Recruitment 2022 Apply Process
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। অফিশিয়াল নোটিশ থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে সঠিক তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন। নোটিশে উল্লেখিত ডকুমেন্ট গুলি যোগ করুন। কি কি ডকুমেন্ট লাগবে তা জানার জন্য: Click Here নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা দিন। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ নিজ নিজ Office of the Block Development Officer আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন। অফলাইনে আবেদন করার শেষ তারিখ 28/09/2022 (5:00 PM)
কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক
Official Notification Click Here Application Form Click Here Official Website Click Here