Kolkata Municipal Corporation (KMC) Sub Overseer Recruitment 2023

Kolkata Municipal Corporation (KMC) Sub Overseer Recruitment 2023 যেসব প্রার্থীরা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য West Bengal Municial Service Commission (WBMSC) এর তরফ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। KMC Sub Overseer এর জন্য যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। KMC Sub Overseer Recruitment 2023 এর মাধ্যমে Sub Overseer পদে নিয়োগ করা হবে। WBMSC  Sub Overseer 2023 পদে আবেদনের জন্য আবশ্যিক যোগ্যতা, আবেদন শুরু ও শেষ তারিখ, আবেদন ফি, বয়স সীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে নিচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

KMC Sub Overseer Recruitment 2023

KMC Sub Overseer Recruitment 2023 Notification

প্রতিষ্ঠানের নামKolkata Municipal Corporation (KMC)
Advt. No12 of 2022
পদের নামSub Overseer
শূন্যপদের সংখ্যা75
আবেদন প্রক্রিয়াঅনলাইন

KMC Sub Overseer Recruitment 2023 Post Details

UR35
UR PWD2
UR Ex-Serviceman3
UR Meritorious Sportsperson2
SC17
ST4
OBC A7
OBC B5
মোট শূন্যপদ75

Age Limit for WBMSC Sub Overseer Recruitment 2022

সর্বনিম্ন বয়স18 বছর
সর্বোচ্চ বয়স সীমা40 বছর
বয়সের ছাড়SC, ST দের জন্য 5 বছর এবং OBC দের জন্য 3 বছর

KMC Sub Overseer Syllabus PDF Download

WBMSC  Sub Overseer Salary

  • পে লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে।

WBMSC Sub Overseer Recruitment 2023 Qualification

  • KMC Sub Overseer পদে আবেদন করার জন্য আবেদনকারীর মাধ্যমিকে পাশ করা হতে হবে অথবা তার সমতুল্য কোন ডিগ্রি থাকতে হবে। আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।

KMC Sub Overseer Recruitment 2023 Selection Process

এই শূন্যপদ গুলির জন্য আবেদনকারীকে দুইটি ধাপে নির্বাচন করা হবে

  • Written Test
  • Personality Test
  • সর্বশেষ তাদের পারফরমেন্সের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে।

KMC Sub Overseer Written Test

  • এই Written Test হবে মোট 200 নম্বরের। মোট 100 টি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্ন 2 নম্বর করে। এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কেটে নেওয়া হবে। সময় দেওয়া হবে 2 ঘন্টা।

KMC Sub Overseer Personality Test

  • এই Personality Test হবে 40 নম্বরের। আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।

WBMSC Sub Overseer Recruitment 2023 Application Fee

  • আবেদন ফি UR/OBC/PWD দের জন্য ₹200 টাকা এবং SC/ST দের জন্য ₹50 টাকা ।

KMC Sub Overseer Vcancy 2022 Apply Process

  • আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
  • নীচের লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
  • নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
  • আবেদন ফর্ম এ উল্লেখিত ডকুমেন্ট গুলি যোগ করতে হবে।
  • সবশেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
  • আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন। অনলাইনে আবেদন করার শেষ তারিখ 28/01/2023

কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক

Apply OnlineClick Here
Official NotificationClick Here
Official WebsiteClick Here

আরও চাকরির খবরঃ

KMC Sub Overseer Salary

Ans. পে লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে।

KMC Sub Overseer Salary Official Notification

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *