Indian Coast Guard Group C Recruitment 2022

Indian Coast Guard Recruitment 2022 যেসব প্রার্থীরা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য Indian Coast Guard এর তরফ থেকে 11 টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। Indian Coast Guard Sweeper Vacancy 2022 এর জন্য যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। Indian Coast Guard Vacancy 2022 এর মাধ্যমে Sweeper, Safaiwala পদে নিয়োগ 2022-2023 করা হবে। Indian Coast Guard Group C Vacancy 2022 এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, আবেদন শুরু ও শেষ তারিখ, আবেদন ফি, বয়স সীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে নিচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

Indian Coast Guard (ICG) Recruitment 2022 Notification

প্রতিষ্ঠানের নামIndian Coast Guard (ICG)
পদের নামEnrolled Follower (Sweeper/Safaiwala)
শূন্যপদের সংখ্যা11
আবেদন প্রক্রিয়াঅফলাইন

ত্রিপুরার সব ধরনের চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের WhatsApp এবং Telegram Group এ Join করুন

Indian Coast Guard Enrolled Follower Recruitment 2022 Post Details

UROBCSCEWS
Enrolled Follower (Sweeper/Safaiwala) (Group C Non-Gazetted)05040101

Indian Coast Guard Group C Vacancy 2022 Education Qualification

Enrolled Follower (Sweeper/Safaiwala)এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে মাধ্যমিকে পাস করা হতে হবে বা Industrial Training Institute (ITI) বা তার সমঞ্জস্যপূর্ণ কোন ডিগ্রী থাকতে হবে Board of Education থেকে যা কোন Central/State Government স্বীকৃত।

Indian Coast Guard Recruitment 2022 Age limit

সর্বনিম্ন বয়স18 বছর
সর্বোচ্চ বয়স সীমা25 বছর
বয়সের ছাড়SC, ST দের জন্য 5 বছর এবং OBC দের জন্য 3 বছর

Indian Coast Guard Enrolled Follower (Sweeper/Safaiwala) Selection Process

এই পোস্ট গুলিতে আবেদনকারীকে পাঁচটি ধাপে নির্বাচন করা হবে

  • Physical Standards Test
  • Written Test
  • Proffessional Skill Test
  • Physical Fitness Test
  • Medical Standards Test
  • সর্বশেষ তাদের পারফরমেন্সের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিন।

Indian Coast Guard Recruitment 2022 Salary

  • Indian Coast Guard এর Enrolled Follower (Sweeper/Safaiwala) পদের জন্য মাসিক বেতন Rs. 21,700- 69,100 টাকা।

Indian Coast Guard Enrolled Follower (Sweeper/Safaiwala) Apply Process

  • আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
  • নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
  • নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
  • নোটিশে উল্লেখিত ডকুমেন্ট গুলি যোগ করতে হবে। কি কি ডকুমেন্ট লাগবে তা জানার জন্য: Click Here
  • নির্দিষ্ঠ সময়ের মধ্যে পোষ্টের মাধ্যমে আবেদন ফরমটি পাঠাতে হবে।
  • আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ TO The Commander, (For District Recruitment Officer), No. 1 Coast Guard Dist (South Guj, Daman & Diu), Near RGT College, Post Box No. 25, Porbandar-360575 (Gujarat).
  • আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
  • আবেদন ফরমটি 05-01-2023 তারিখের মধ্যে তাদের দেওয়া ঠিকানায় পৌঁছতে হবে।

কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official NotificationClick Here
Application FormClick Here
Official WebsiteClick Here
Youtube Video LinkClick Here
Youtube Channel LinkClick Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *