Tripura SOFED Recruitment 2022

Tripura SOFED Recruitment 2022 যেসব প্রার্থীরা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য Society for Entrepreneurship Development (SOFED) এর তরফ থেকে 10 টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। SOFED Recruitment 2022 এর জন্য যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। Tripura SOFED Vacancy 2022 এর মাধ্যমে Project Engineer, Data Entry Operator, IT Manpower, Consultant, Technical Assistan পদে নিয়োগ করা হবে। Society for Entrepreneurship Development Vacancy 2022 এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, আবেদন শুরু ও শেষ তারিখ, আবেদন ফি, বয়স সীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে নিচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

SOFED Recruitment 2022 Notification

প্রতিষ্ঠানের নামSociety for Entrepreneurship Development (SOFED)
পদের নামProject Engineer, Data Entry Operator, IT Manpower, Consultant, Technical Assistan
শূন্যপদের সংখ্যা10
আবেদন প্রক্রিয়াঅফলাইন

Tripura SOFED Recruitment 2022 Post Details

URSCST
Project Engineer1
Data Entry Operator311
IT Manpower2
Consultant1
Technical Assistan1

Society for Entrepreneurship Development (SOFED) Vacancy 2022 Education Qualification

  • Project Engineer এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে B.E/B.Tech করা থাকতে হবে Civil Engineering এ। সাথে ১০ বছরের দক্ষতা থাকতে হবে সামঞ্জস্যপূর্ণ ফিল্ড এ।
  • Data Entry Operator এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে ডিগ্রী করা থাকতে হবে যেকোন বিভাগ থেকে কোন সরকার স্বীকৃত ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি থেকে। সাথে কম্পিউটারে ডিপ্লোমা করা থাকতে হবে এবং জ্ঞান থাকতে হবে MS Office, MS Excel, Internet, এবং সাথে কম্পিউটারে English typing এর।
  • IT Manpower এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে BCA ডিগ্রী করা থাকতে হবে কোন সরকার স্বীকৃত ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি থেকে। বা MCA/B.Tech করা থাকতে হবে Computer science এ। সাথে 3 বছরের দক্ষতা থাকতে হবে e-governance এর।
  • Consultant এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে Doctorate ডিগ্ৰী করা থাকতে হবে Agronomy/Agriculture Extension/Soil Science/Plant  breeding/Plant Protection/Agriculture Engineering বা Agriculture এর যে কোন বিষয়ে। সাথে 10 বছরের দক্ষতা থাকতে হবে Agriculture/Horticulture/Plantation Crop Production এ।
  • Technical Assistan এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে Master ডিগ্রী করা থাকতে হবে Agriculture এ সাথে Management এ বিশেষীকরণ করা থাকতে হবে Agriculture/Horticulture/Plantation Crop Production এ। সাথে জ্ঞান থাকতে হবে Computer এর।

ত্রিপুরার সব ধরনের চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের WhatsApp এবং Telegram Group এ Join করুন

Tripura SOFED Recruitment 2022 Age limit

সর্বোচ্চ বয়স সীমাবয়সের ছাড়
Project Engineer45 বছর
Data Entry Operator40 বছর
IT Manpower40 বছরSC, ST দের জন্য 5 বছর
Consultant40 বছর
Technical Assistan40 বছর

Real Story:

Tripura SOFED Vacancy 2022 Selection Process

এই পোস্ট গুলিতে আবেদনকারীকে দুটি ধাপে নির্বাচন করা হবে

  • Written Test
  • Interview
  • সর্বশেষ তাদের পারফরমেন্সের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিন।

SOFED Recruitment 2022 Salary

  • SOFED এর Project Engineer পদের জন্য মাসিক বেতন Rs. 60,000 টাকা।
  • SOFED এর Data Entry Operator পদের জন্য মাসিক বেতন Rs. 15,100 টাকা।
  • SOFED এর IT Manpower পদের জন্য মাসিক বেতন Rs. 20,000 টাকা।
  • SOFED এর Consultant পদের জন্য মাসিক বেতন Rs. 65,000 টাকা।
  • SOFED এর Technical Assistan পদের জন্য মাসিক বেতন Rs. 40,000 টাকা।

আরও চাকরির খবরঃ

SOFED Vacancy 2022 Application Fee

  • Application Fee দিতে হবে Demand Draft এর মাধ্যমে infavour of ‘Society for Entrepreneurship Development’ for ₹ 200/- (Rupees Two Hundred) for each application. Payable at Agartala.

SOFED Recruitment 2022 Apply Process

  • আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
  • নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
  • নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
  • নোটিশে উল্লেখিত ডকুমেন্ট গুলি যোগ করতে হবে। কি কি ডকুমেন্ট লাগবে তা জানার জন্য: Click Here
  • আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ Office of the Member Secretary, SoFED, ITI Road, Indranagar, Agartala- 799006
  • আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
  • আবেদন ফরমটি জমা দেওয়ার শেষ দিন 30th December 2022 up to 4:00 PM

কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official NotificationClick Here
Application FormClick Here
Official WebsiteClick Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *