আজ আমরা Person কাকে বলে? Person কত প্রকার ও কি কি? উদাহরণ সহ আলোচনা করব। (What is Person in Grammar? Types of Person in English Grammar? Person Examples)
Person কাকে বলে?
বাক্যে ব্যবহৃত যে সকল Noun বা Pronoun কে আশ্রয় করে Verb এর কাজ সম্পন্ন করা হয় তাকে Person বা পুরুষ বলে। যেমন, I, We, You, He, She, They ইত্যাদি।
Person কত প্রকার ও কি কি?
ইংরেজি গ্রামার এ Person বা পুরুষ তিন প্রকার। নিম্নে তা উদাহরণসহ আলোচনা করা হয়েছে..
What is 1st person, 2nd person, 3rd person?
First Person (উত্তম পুরুষ)
Sentence বা বাক্যে আমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে First Person বা উত্তম পুরুষ বলে। যেমন : I, We, My, Our, Me, Us ইত্যাদি ।
Examples Of First Person
- (I-আমি) I read a book.
- (We- আমরা) We are building a bridge.
- (My- আমার) This is my book.
- (Our- আমাদের) Our school is ten years old.
- (Me- আমার) Raj met me at the mall.
- (Us- আমাদের) They don’t like us much.
Second Person (মধ্যম পুরুষ)
Sentence বা বাক্যে তোমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে Second Person বা মধ্যম পুরুষ বলে। যেমন : You, Your, Yours ইত্যাদি।
Examples Of Second Person
- (You- তুমি) You are a student.
- (Your-তোমার) I appreciate your help.
- (Yours-আপনার) That little thing is yours.
Third Person (নাম পুরুষ)
Sentence বা বাক্যে আমি এবং তুমি সম্পর্কিত শব্দগুলো ছাড়া অবশিষ্ট সবগুলোকে Third Person বা নাম পুরুষ বলে। যেমন : He, She, It, Friend, They, Birds ইত্যাদি।
Examples Of Third Person
- (He-তিনি) He is still young.
- (She-সে) She is very pretty.
- (It-এটি) It is a beautiful place.
- (They-তারা) They had broken the rules.
- (Birds-পাখিগুলো) The small birds were singing softly.
Person in English Grammar Chart
PERSON | SINGULAR (এক) | PLURAL (একাধিক) |
---|---|---|
First Person | I, My, Me | We, Our, Us |
Second Person | You, Your, Yours | You, Your, Yours |
Third Person | He, She, It, Friend etc. | They, Birds etc. |