ITBP Constable (General Duty) Recruitment 2023

ITBP Recruitment 2023 Notification প্রকাশিত হয়েছে Constable (General Duty) পদে 71 টি শূন্যপদে পুরুষ এবং মহিলা নিয়োগের জন্য।

ITBP Constable (General Duty) Recruitment 2023 যেসব প্রার্থীরা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য Indo-Tibetan Border Police Force (ITBP) এর তরফ থেকে Constable (General Duty) পদে  নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এই Constable (General Duty) পদের জন্য শুধুমাত্র Sportsperson আবেদন করতে পারবেন, কারণ পোস্টগুলি Sports Quota এর অন্তর্গত। ITBP Group C Vacancy 2023 পদে আবেদনের জন্য আবশ্যিক যোগ্যতা, আবেদন শুরু ও শেষ তারিখ, আবেদন ফি, বয়স সীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে নিচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

ITBP Constable (General Duty) Recruitment 2023

ITBP Constable (General Duty) Recruitment 2023 Notification

প্রতিষ্ঠানের নামIndo-Tibetan Border Police Force
পদের নামConstable (General Duty)
শূন্যপদের সংখ্যা71
আবেদন প্রক্রিয়াঅনলাইন

বয়স সীমা (Age Limit)

এই Constable (General Duty) পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 18-23 বছরের মধ্যে হতে হবে। তাছাড়া সরকারি নিয়ম অনুসারে SC/ST/OBC দের জন্য বয়সের ছাড় রয়েছে।

বেতন (Salary)

এই Constable (General Duty) পদের জন্য বেতন দেওয়া হবে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত প্রতি মাসে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

এই Constable (General Duty) পদে আবেদন করার জন্য আবেদনকারীকে মাধ্যমিকে পাস করা হতে হবে বা তার সমতুল্য কোন ডিগ্রি থাকতে হবে।

আবেদন ফি (Application Fee)

এই পদে আবেদন করার জন্য UR/OBC/EWS আবেদনকারীদের জন্য আবেদন ফি ₹100 টাকা এবং SC/ST/ESM/Female আবেদনকারীদের জন্য আবেদন ফি লাগবে না।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এই পদের জন্য আবেদনকারীকে নির্বাচন করা হবে তিনটি ধাপের মাধ্যমে

  • Documentation
  • Physical Standard Test (PST)
  • Trial Test

Physical Standard Test (PST) For Constable (General Duty)

ITBP Constable (General Duty) Recruitment 2023 Physical Standard Test

Trial Test For Constable GD

ITBP Constable (General Duty) Recruitment 2023 Trial Test

নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

ITBP Constable GD Recruitment 2023 Apply Process

  • আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
  • নীচের লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
  • নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
  • আবেদন ফর্ম এ উল্লেখিত ডকুমেন্ট গুলি যোগ করতে হবে।
  • সবশেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
  • আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
  • অনলাইনে আবেদন করার শেষ তারিখ 21-03-2023

কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official NotificationClick Here
Apply OnlineClick Here
Official WebsiteClick Here
আরও চাকরির খবরঃ     
: SSC তে ১১৪০৯ টি শূন্যপদে নিয়োগ
: CISF এ ৪৫১ টি শূন্যপদে নিয়োগ
: 255 টি শূন্যপদে Indian Coast Guard এ নিয়োগ
: 600 টি শূন্যপদে IDBI ব্যাংকে নিয়োগ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *