Pronoun কাকে বলে Pronoun কত প্রকার ও কি কি

Pronoun কাকে বলে? Pronoun কত প্রকার ও কি কি?

আজ আমরা Pronoun কাকে বলে? Pronoun কত প্রকার ও কি কি? উদাহরণ সহ আলোচনা করব। (What is Pronoun in Grammar? Types of Pronoun in English Grammar? Pronoun Examples?)

Part Of Speech কে প্রধানত আটটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন- Noun (বিশেষ্য), Pronoun (সর্বনাম), Adjective (নাম বিশেষণ), Verb (ক্রীয়া বা কাজ), Adverb (ক্ৰীয়া বিশেষণ), Preposition (পদান্বয়ী অব্যয়), Conjunction (সংযোজক অব্যয়), Interjection (আবেগ সূচক অব্যয়)। আজ আমরা Pronoun (সর্বনাম) নিয়ে কথা বলব…

Pronoun কাকে বলে?

বাক্যে Noun এর পরিবর্তে যে শব্দটি (word) ব্যবহৃত হয় তাকে Pronoun বলে। যেমন:- Raj is a Student. He is aStudent. (এখানে Raj একটি Noun এবং He এখানে Pronoun)

Pronoun কত প্রকার ও কি কি?

ইংরেজি গ্রামার এ Pronoun সাধারণত দশ প্রকার। নিম্নে তা উদাহরণসহ আলোচনা করা হয়েছে….

  1. Personal Pronoun
  2. Possessive Pronoun
  3. Reflexive & Emphatic Pronoun
  4. Intensive Pronoun
  5. Demonstrative Pronoun
  6. Interrogative Pronoun
  7. Relative Pronoun
  8. Distributive Pronoun
  9. Indefinite Pronoun
  10. Reciprocal Pronoun

Personal Pronoun কাকে বলে? কত প্রকার ও কি কি?

যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে Personal Pronoun বলে। যেমন : I, we, he, she, they, you, our, this, them, it etc.

Examples Of Personal Pronouns:

  • He is smart.
  • I am happy.
  • They have a few books.
  • We are happy.
  • This is my car.
  • They are having their dinner.

Personal Pronoun আবার তিন প্রকার। যথা: First Person, Second Person এবং Third Person

First Person (উত্তম পুরুষ)

Sentence বা বাক্যে আমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে First Person বা উত্তম পুরুষ বলে। যেমন : I, We, My, Our, Me, Us ইত্যাদি ।

Second Person (মধ্যম পুরুষ)

Sentence বা বাক্যে তোমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে Second Person বা মধ্যম পুরুষ বলে। যেমন : You, Your, Yours ইত্যাদি।

Third Person (নাম পুরুষ)

Sentence বা বাক্যে আমি এবং তুমি সম্পর্কিত শব্দগুলো ছাড়া অবশিষ্ট সবগুলোকে Third Person বা নাম পুরুষ বলে। যেমন : He, She, It, Friend, They, Birds ইত্যাদি।

Person সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

Personal Pronoun কখনো Subject আবার কখনো Object হিসাবে ব্যবহৃত হয় নিন্মে একটি চার্টের মাধ্যমে দেখানো হলো।

SubjectObject
IMe
YouYou
HeHim
SheHer
ItIt
WeUs
TheyThem
YouYou

Possessive Pronoun কাকে বলে? উদাহরণ?

Subject এর অধিকারে কোন জিনিস থাকলে অর্থাৎ যে Noun কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর অধিকার বোঝায় তাকে Possessive pronoun বলে। যেমন: My, Mine, Our, Ours, You, Yours, Theri, Theirs, it’s, His, Her, Hers etc.

Possessive pronoun এর দুটি রূপ আছে। যেমন: Possessive Adjective এবং Possessive Pronoun.

Possessive Adjective: কিছু কিছু Pronoun আছে সেগুলি Noun এর আগে বসে Adjective এর মতো কাজ করে। উদাহরণ:

  • This is my Pen.
  • My car is in front of the school.
  • Our new Maths teacher is very nice.

Possessive Pronoun: আবার, কিছু কিছু Pronoun আছে সেগুলো সরাসরি Pronoun হিসাবে বসে এবং এদের পরে Noun বসে না। উদাহরণ:

  • This nice pen is mine.
  • Wish he was one of ours.
  • She’s a colleague of ours.

নিন্মে একটি চার্টের মাধ্যমে দেখানো হলো..

Subject PronounsObject PronounsPossessive AdjectivesPossessive Pronouns
Imemymine
Youyouyouryours
Hehimhishis
Sheherherhers
Itititsits
WEusourours
Youyouyouryours
Theythemtheirtheirs

Reflexive বা Emphatic Pronoun কাকে বলে? উদাহরণ?

তুমি নিজে, সে নিজে, তোমরা নিজেরা, তারা নিজেরা, প্রভৃতি আত্মনির্দেশক শব্দ। যে Pronoun দ্বারা Subject ও Object একই ব্যক্তি ও বস্তুকে নির্দেশ করে তাকে Reflexive Pronoun বা Emphatic Pronoun বলে। যেমন: Myself, Himself, Yourself, Ourselves, Themselves etc.

Examples Of Reflexive & Emphatic Pronouns:

  • I did it myself. (আমি এটা নিজে করেছি।)
  • He hurt himself. (সে নিজেকে আঘাত করেছে।)
  • You should take more care of yourself. (আপনার নিজের আরও যত্ন নেওয়া উচিত।)
  • We do it Ourselves. (আমরা নিজেরাই এটা করি)
  • They are getting themselves ready. (তারা নিজেদের প্রস্তুত করছে।)

Subject আর কারো সাহায্য ছাড়া নিজে নিজেই কাজটি করছে। এটা বোঝানোর জন্যই Reflexive বা Emphatic Pronoun ব্যবহৃত হয়।

নিন্মে একটি চার্টের মাধ্যমে দেখানো হলো..

PersonSingularPlural
1stmyselfourselves
2ndyourselfyourselves
3rdhimself, herself, itselfthemselves

Intensive Pronoun কাকে বলে? উদাহরণ?

যখন Subject এর পরে Reflexive বা Emphatic Pronoun ব্যবহৃত হয় তখন তাকে Intensive Pronoun বলে।

Examples of Intensive Pronouns:

  • He himself proves that. (সেটা তিনি নিজেই প্রমাণ করেন।)
  • She herself has cooked her meal. (সে নিজেই তার খাবার রান্না করেছে।)

Demonstrative Pronoun কাকে বলে? উদাহরণ?

যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুকে এটি, ওটি, এগুলো, এসব দ্বারা নির্দেশ করে তাকে Demonstrative Pronoun বলে। যেমন: This, That, These, Those, Such, So, The, Same etc.

Examples of Demonstrative Pronouns:

  • This is my book.
  • That was my laptop.
  • Such a Wonderful Weather.
  • These ships were loaded with corn.
  • Those jeans make your legs look so long.

Interrogative Pronoun কাকে বলে? উদাহরণ?

যে Pronoun দ্বারা কোন প্রশ্ন করা বুঝায় তাকে Interrogative Pronoun বলে। যেমন: Who, Which, What, Whose, Whom.

Examples of interrogative Pronouns:

  • Who are you?
  • Which museums did you visit?
  • What time are you leaving?
  • Whose birthday is it today?
  • Whom did you tell?

Relative Pronoun কাকে বলে? উদাহরণ?

যে সব Pronoun তার পূর্বোল্লেখিত Noun বা Pronoun এর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে Relative Pronoun বলে। যেমন: Who, What, Whom, Which, Whose, That.

Examples of Relative Pronouns:

  • The cyclist who won the race trained hard.
  • Resmi is the girl whom I was talking about.
  • I love the Guitar that my uncle bought me.
  • I bought What she made.
  • The robots, which were made in India, work well.

Distributive Pronoun কাকে বলে? উদাহরণ?

অনেকগুলি থেকে একটিকে আলাদা করে বুঝাতে যে Pronoun ব্যবহৃত হয় অর্থাৎ যে সব Pronoun প্রত্যেকটি ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে বন্টন নির্দেশ করে তাকে Distributive Pronoun বলে। যেমন: Each, Every, Either, Neither etc.

Examples Of Distributive Pronouns:

  • Each book was written with a pen or a brush.
  • Every room is full.
  • This was done by either of those two boys.
  • Neither of them had come in time.

Indefinite Pronoun কাকে বলে? উদাহরণ?

Indefinite মানে অনির্দিষ্ট। যে Pronoun কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝায় না তাকে Indefinite Pronoun বলে। যেমন: Any, Many, Some etc.

Examples Of Indefinite Pronouns:

  • Do you need any books?
  • They have some very nice animals.
  • I have many books.

Reciprocal Pronoun কাকে বলে? উদাহরণ?

যে Pronoun পরস্পর প্রতিক্রিয়াশীল Noun এর পরিবর্তে বসে তাকে Reciprocal Pronoun বলে। যেমন: Each Other, One Another.

Examples of Reciprocal Pronouns:

  • They Love each other.
  • The criminals blamed one another.

দু’জনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝাতে each other ও অনেকের মধ্যে পারস্পারিক সম্পর্ক  বুঝাতে one another ব্যবহৃত হয়।

Pronoun in Bengali pdf

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *