BSF Head Constable Recruitment 2023

BSF Head Constable (RO/RM) Recruitment 2023 Notification প্রকাশিত হয়েছে 247 টি শূন্যপদে নিয়োগের জন্য।

BSF Head Constable Recruitment 2023

Border Security Force (BSF) এর তরফ থেকে Head Constable (RO) এবং Head Constable (RM) পদে নিয়োগ এর জন্য 247 টি শূন্যপদ বেরিয়েছে। BSF Head Constable RO And RM Vacancy 2023 পদে আবেদনের জন্য আবশ্যিক যোগ্যতা, আবেদন শুরু ও শেষ তারিখ, আবেদন ফি, বয়স সীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে নিচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

BSF Head Constable Recruitment 2023 Notification

প্রতিষ্ঠানের নামBorder Security Force
পদের নামHead Constable Radio Operator And Radio Mechanic
শূন্যপদের সংখ্যা247
আবেদন প্রক্রিয়াঅনলাইন

BSF Head Constable Recruitment 2023 Eligibility Criteria

BSF Head Constable RO and RM Age Limit

Radio Operator and Radio Mechanic পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। তাছাড়া SC/ST দের জন্য 5 বছর এবং OBC দের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

BSF Head Constable Salary

Pay Level 4 অনুযায়ী, 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

BSF Head Constable Education Qualification

  • Head Constable Radio Operator পদে আবেদন করার জন্য তোমাকে 12th পাস করা হতে হবে বা তার সমতুল্য কোন ডিগ্রী থাকতে হবে। সাথে Physics, Chemistry এবং Mathematics সাবজেক্ট হিসাবে থাকতে হবে। এবং এই সাবজেক্ট গুলিতে নূন্যতম 60 শতাংশ নম্বর পেতে হবে। অথবা, তোমাকে মাধ্যমিকে পাস করা হতে হবে বা তার সমতুল্য কোন ডিগ্রী থাকতে হবে। সাথে 2 বছরের ITI এর Training Certificate থাকতে হবে Radio and Television বা Electronics Engineering বা Computer Operator and Programming Assistant বা Data Preparation and Computer Software বা General Electronics Engineering বা Data Entry Operator এর উপর।
  • Head Constable Radio Mechanic পদে আবেদন করার জন্য তোমাকে 12th পাস করা হতে হবে বা তার সমতুল্য কোন ডিগ্রী থাকতে হবে। সাথে Physics, Chemistry এবং Mathematics সাবজেক্ট হিসাবে থাকতে হবে। এবং এই সাবজেক্ট গুলিতে নূন্যতম 60 শতাংশ নম্বর পেতে হবে। অথবা, তোমাকে মাধ্যমিকে পাস করা হতে হবে বা তার সমতুল্য কোন ডিগ্রী থাকতে হবে। সাথে 2 বছরের ITI এর Training Certificate থাকতে হবে Radio and Television বা General Electronics বা Computer Operator and Programming Assistant বা Data Preparation and Computer Software বা Electrician বা Fitter বা Information Technology and Electronics System Maintenance বা Comn Equipment Maintenance বা Computer Hardware বা Network Technician বা Mechatronics বা Data Entry Operator এর উপর।

BSF Head Constable Recruitment 2023 Selection Process

BSF Head Constable RO and RM Application Fee

এই দুটি পদে আবেদন করার জন্য GEN/OBC/EWS আবেদনকারীদের জন্য আবেদন ফি ₹100 টাকা এবং SC/ ST/Female/BSF Candidates, Ex-Servicemen আবেদনকারীদের জন্য কোন আবেদন ফি লাগবে না। যাইহোক, Rs. 40/- Plus Taxes= Rs. 47.2/- টাকা করে প্রতিটি প্রার্থীর কাছ থেকে CSC (Common Service Centre) দ্বারা “Service Charge” হিসাবে চার্জ করা হবে।

Recruitment process

এই পদের জন্য আবেদনকারীকে নির্বাচন করা হবে চারটি ধাপের মাধ্যমে

  • Written Test (OMR Based)
  • PST, PET, Documentation & Dictation Test and Paragraph Reading Test
  • Detail Medical Examination/ Review Medical Examination
  • Final Result

Written Test (OMR Based)

BSF Head Constable Recruitment 2023

Physical Standards Test (PST)

Physical Efficiency Test (PET)

Head Constable RO & RM Physical Efficiency Test

Dictation Test

Dictation Test

BSF Head Constable RO and RM Vacancy 2023 Apply Process

  • আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
  • নীচের লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
  • নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
  • আবেদন ফর্ম এ উল্লেখিত ডকুমেন্ট গুলি যোগ করতে হবে।
  • সবশেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
  • আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
  • অনলাইনে আবেদন করতে হবে 22-04-2023 তারিখ থেকে 12-05-2023 তারিখের মধ্যে।

কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official NotificationClick Here
Apply OnlineClick Here
Official WebsiteClick Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *