South 24 Parganas Health Worker Recruitment 2022 যেসব প্রার্থীরা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য West Bengal Rajpur-Sonarpur Municipality এর তরফ থেকে South 24 Parganas Health Recruitment 2022 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। Rajpur-Sonarpur Municipality HHW Recruitment 2022 এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, আবেদন শুরু ও শেষ তারিখ, আবেদন ফি, বয়স সীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে নিচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
South 24 Parganas Health Worker Recruitment 2022 Notification
প্রতিষ্ঠানের নাম
Rajpur-Sonarpur Municipality
পদের নাম
Honorary Health Worker (HHW)
শূন্যপদের সংখ্যা
54
আবেদন প্রক্রিয়া
অফলাইন
Rajpur-Sonarpur Municipality HHW Recruitment 2022 Age Limit
সর্বনিম্ন বয়স
30 বছর
সর্বোচ্চ বয়স সীমা
40 বছর
SC/ST/OBC
এই আবেদনকারীরা 22 বছর বয়স থেকেই আবেদন করতে পারবে। বয়স হিসাব করতে হবে 01/01/2021 তারিখের ভিত্তিতে।
South 24 Parganas Health Worker Recruitment 2022 Salary
Honorary Health Worker (HHW) এই পদের জন্য মাসিক বেতন 4,500/- টাকা করে দেওয়া হবে।
Honorary Health Worker Recruitment 2022 South 24 Parganas Application Fee
এই পদে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
South 24 Parganas HHW Recruitment 2022 Education Qualification
আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে।
Rajpur-Sonarpur Municipality এর স্থায়ী বাসিন্দা হতে হবে।
কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবে।
আবেদনকারীকে অবশ্যই বিবাহিত/বিবাহ বিচ্ছিন্না/বিধবা হতে হবে।
আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।
WB Honorary Health Worker (HHW) Vacancy 2022 Apply Offline
আবেদন শুরু হয়েছে
19-10-2022
আবেদন করার শেষ দিন
28-11-2022
Rajpur-Sonarpur Municipality HHW Recruitment 2022 Selection Process
আবেদনকারীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
Uttar Dinajpur Asha Karmi Recruitment 2022 Apply Process
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
অফিশিয়াল নোটিশ থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে সঠিক তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন।
নোটিশে উল্লেখিত ডকুমেন্ট গুলি যোগ করুন। কি কি ডকুমেন্ট লাগবে তা জানার জন্য: Click Here
নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা দিন।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ Department of health (2nd Floor) of the head office of Rajpur Sonarpur Municipality, Harinavi, Kolkata 700148
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।