Tripura Police Constable Recruitment 2022 যেসব প্রার্থীরা ত্রিপুরায় সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য Home Department Government Of Tripura এর তরফ থেকে ১০০০টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। Tripura Police Constable (Men & Women) Vacancy 2022 এর জন্য যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। Tripura Police Recruitment 2022 এর মাধ্যমে Constable পদে নিয়োগ করা হবে। Tripura Police Constable Vacancy 2022 এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, আবেদন শুরু ও শেষ তারিখ, আবেদন ফি, বয়স সীমা ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে নিচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
Tripura Police Constable Recruitment 2022 Notification
প্রতিষ্ঠানের নাম | Home Department Government Of Tripura |
পদের নাম | Tripura Police Constable (Men & Women) |
শূন্যপদের সংখ্যা | 1000 |
আবেদন প্রক্রিয়া | অফলাইন |
Tripura Police Constable Recruitment 2022 Post Details
পদের নাম | SC | ST | UR | মোট শূন্যপদ |
Tripura Police Constable (Men & Women) | 89 | 328 | 583 | 1000 |
Tripura Police Constable (Men & Women) Vacancy 2022 Education Qualification
- এই পদে আবেদন করার জন্য জেনারেল বিভাগের আবেদনকারীদের ন্যূনতম মাধ্যমিক পাস করা হতে হবে এবং SC/ST বিভাগের আবেদনকারীদের অষ্টম শ্রেণী পাস করা হতে হবে।
Tripura Police Constable (Men & Woman) Vacancy 2022 Age Limit
- সর্বনিম্ন বয়স: 18 বছর
- সর্বোচ্চ বয়স 24 বছর
বয়সের ছাড়:
- SC, ST দের জন্য 5 বছর
- যারা কমপক্ষে 3 বছর ধরে SPO Post এ কাজ করেছে তাদের জন্য সর্বনিম্ন বয়স: 18 বছর, সর্বোচ্চ বয়স 30 বছর।
আরও চাকরির খবরঃ
Tripura Police Recruitment 2022 Application Fee
- উক্ত পদে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
Tripura Police Constable Recruitment 2022 Selection Process
Tripura Police Constable Recruitment 2022 Physical Standards
পুরুষদের জন্য
UR/SC | ST | |
উচ্চতা | প্রার্থীদের জন্য নূন্যতম ৫ ফুট ৬ ইঞ্চি। | প্রার্থীদের জন্য নূন্যতম উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। |
বুক | প্রার্থীদের জন্য ৩১ ইঞ্চি (অপ্রসারিত) এবং ৩৩ ইঞ্চি (প্রসারিত)। | প্রার্থীদের জন্য ৩০ ইঞ্চি (অপ্রসারিত) এবং ৩২ ইঞ্চি (প্রসারিত)। |
মহিলা এবং রূপান্তরিত লিঙ্গ (Transgender) এর জন্য
UR/SC | ST | |
উচ্চতা | প্রার্থীদের জন্য নূন্যতম ৫ ফুট। | প্রার্থীদের জন্য নূন্যতম উচ্চতা ৪ ফুট ১১ ইঞ্চি। |
যে সকল প্রার্থীদের প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা (Physical Standards) আছে তাদের শারীরিক সহনশীলতার (Physical Endurance) পরীক্ষা দিতে হবে
ত্রিপুরার সব ধরনের চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের WhatsApp এবং Telegram Group এ Join করুন
Physical Endurance Test
পুরুষদের জন্য
বিবরণ | লক্ষ্য (সর্বনিম্ন) |
৪ কিমি দৌড় | ২১ মিনিট |
লং জাম্প | ১৪ ফুট |
শট পুট (৭.২৬ কেজি) | ১৮ ফুট |
হাই জাম্প | ০৪ ফুট |
একসঙ্গে ৫টি পুল আপ | সর্বোচ্চ ২টি প্রচেষ্টায় |
মহিলাদের জন্য
বিবরণ | লক্ষ্য (সর্বনিম্ন) |
১.৬ কিমি দৌড় | ৯.৫ মিনিট |
লং জাম্প | ১০.৫ ফুট |
শট পুট (৪ কেজি) | ১৪.৫ ফুট |
হাই জাম্প | ৩.৪ ফুট |
বার দ্বারা ঝুলন্ত | ৩০ সেকেন্ড |
যে প্রার্থীরা সহনশীলতা পরীক্ষায় যোগ্য হবেন তাদের সাধারণ সচেতনতা এবং বুদ্ধিমত্তা পরীক্ষা করার জন্য একটি লিখিত পরীক্ষা, নৈবর্তিক প্রশ্ন সর্বোচ্চ নম্বর ৮৫ এর মাধ্যমে রাখা হবে। পরীক্ষায় প্রার্থীদের এক ঘণ্টা সময়ে পছন্দ অনুযায়ী একটি পেপার বাংলা অথবা হিন্দি অথবা ইংরাজি অথবা ককবরক ভাষায় উত্তর দিতে হবে।
প্রার্থী যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের নিয়োগ বোর্ডের সাথে ব্যক্তিগত সাক্ষাতকার এর মধ্য দিয়ে যেতে হবে। ব্যক্তিগত সাক্ষাতকার এর জন্য সঠিক তারিখ, সময় এবং স্থান পরে জানানো হবে।
পূৰ্ণ নম্বর ১০০ (লিখিত পরীক্ষা এবং ব্যক্তিগত সাক্ষাৎকার)।
- লিখিত পরীক্ষার নম্বর ৮৫।
- ব্যক্তিগত সাক্ষাৎকার এর নম্বর-১৫।
লিখিত পরীক্ষায় মোট নাম্বার এবং ব্যক্তিগত সাক্ষাৎকার এর নাম্বার এর ভিত্তিতে মেধা তালিকা থেকে নিয়োগ হবে।
Real Story:
আবেদন পদ্ধতি
- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
- নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
- নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে। কি কি ডকুমেন্ট লাগবে জানার জন্য: Click Here
- রেলির দিন আবেদন ফর্মটির সাথে নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করে সকাল ৮ টার মধ্যে নির্দিষ্ট স্থানে যেতে হবে। রেলির স্থান এবং তারিখ জানার জন্য: Click Here
কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক
Application Form Download | Click Here |
Official Notification | Click Here |
Official Website | Click Here |
Youtube Channel Link | Click Here |
Tripura Police Constable Recruitment 2022 Last Date
05-12-2022
Tripura Police Recruitment 2022 PDF
Tripura Police Interview 2022
Starting date 02-11-2022
Sir from kaha miliga
Official PDF Download Link