Tripura Social Audit Worker Recruitment 2022 যেসব প্রার্থীরা ত্রিপুরার ধলাই জেলায় সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য Government of Tripura (Dhalai District) এর তরফ থেকে 13 টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। Tripura Dhalai District Social Audit Worker Recruitment 2022 এর জন্য যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। Tripura Dhalai District Jobs 2022 এর মাধ্যমে Social Audit Works পদে নিয়োগ করা হবে। সমস্ত যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা আবেদন করার পূর্বে অফিসের বিজ্ঞপ্তিটি একবার দেখে নেবেন।
Tripura Social Audit Worker Recruitment 2022 Notification
প্রতিষ্ঠানের নাম | Office of The District Magistrate & Collector (Dhalai District) |
পদের নাম | Social Audit Works |
শূন্যপদের সংখ্যা | 13 |
আবেদন প্রক্রিয়া | অফলাইন |
Dhalai District Social Audit Works Vacancy 2022 Apply Offline
আবেদন শুরু হয়েছে | 21-10-2022 |
আবেদন করার শেষ দিন | 07-11-2022 |
ত্রিপুরার সব ধরনের চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের WhatsApp এবং Telegram Group এ Join করুন
Dhalai District Tripura Recruitment 2022 Age Limit
- সর্বনিম্ন বয়স 18 বছর
- সর্বোচ্চ বয়স সীমা 40 বছর
Dhalai District Social Audit Works Recruitment 2022 Application Fee
- Social Audit Works এই পদে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
Tripura Social Audit Worker Recruitment 2022 Vacancy Details
Ambassa | 1 |
Dumburnagar | 4 |
Durgachowmuhani | 5 |
Manu | 2 |
Salema | 1 |
Tripura Social Audit Worker Recruitment 2022 Education Qualification
- এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে মাধ্যমিক পাশ করা হতে হবে।
Tripura Social Audit Worker Recruitment 2022 Salary
- বছরে 200 দিন কাজ দেওয়া হবে প্রতি দিনের জন্য 330 টাকা করে দেওয়া হবে।
Real Story:
আবেদন পদ্ধতি
- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
- নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
- নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে। কি কি ডকুমেন্ট লাগবে জানার জন্য: Click Here
- আবেদন ফর্মটি 21-10-2022 থেকে 07-11-2022 তারিখ এর মধ্যে যে কোন Working Days এ সকাল 11.00 am থেকে 04.00 pm এর মধ্যে জমা দিতে হবে।
- আবেদন জমা দেওয়ার ঠিকানা “O/o the DM & Collector, Dhalai District & Olo the concerned Block Development office”
আরও চাকরির খবরঃ
কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক
Application Form Download | Click Here |
Official Notification | Click Here |
Official Website | Click Here |
Youtube Channel Link | Click Here |
Full Video Link | Click Here |