Tripura State Co-Operative Bank Recruitment 2023 Notification প্রকাশিত হয়েছে Assistant Manager, Cash Cum General Clerk এবং Multi-Tasking Staff পদে 156 টি শূন্যপদে নিয়োগের জন্য।
Tripura State Co-Operative Bank Recruitment 2023 ত্রিপুরার যেসব প্রার্থীরা ব্যাংকের চাকরি খুঁজছেন তাদের জন্য Tripura State Co-Operative Bank এর তরফ থেকে Assistant Manager, Cash Cum General Clerk এবং Multi-Tasking Staff পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। Tripura State Co-Operative Bank Assistant Manager, Cash Cum General Clerk and Multi-Tasking Staff পদে আবেদনের জন্য আবশ্যিক যোগ্যতা, আবেদন শুরু ও শেষ তারিখ, আবেদন ফি, বয়স সীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে নিচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
Tripura State Co-Operative Bank Recruitment 2023 Notification
প্রতিষ্ঠানের নাম | Tripura State Co-Operative Bank |
পদের নাম | Assistant Manager, Cash Cum General Clerk and Multi-Tasking Staff |
শূন্যপদের সংখ্যা | 156 |
আবেদন প্রক্রিয়া | অনলাইন |
Tripura State Co-Operative Bank Vacancy 2023
Name Of Posts | UR | SC | ST |
Assistant Manager | 26 | 15 | 09 |
Cash Cum General Clerk | 41 | 24 | 13 |
Multi-Tasking Staff | 15 | 08 | 05 |
Tripura State Co-Operative Bank Recruitment 2023 Age Limit
Assistant Manager পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 21-40 বছরের মধ্যে হতে হবে। তাছাড়া Cash Cum General Clerk এবং Multi-Tasking Staff পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 18-40 বছরের মধ্যে হতে হবে। SC/ST/Ex-Serviceman এবং PH আবেদনকারীদের জন্য 5 বছরের বয়সের ছাড় রয়েছে।
Tripura State Co-Operative Bank Recruitment 2023 Education Qualification
- এই Assistant Manager পদে আবেদন করার জন্য আবেদনকারীর Graduate বা Master Degree করা হতে হবে সরকার স্বীকৃত কোন ইউনিভার্সিটি থেকে। UR দের জন্য ন্যূনতম ৫০ শতাংশ (SC এবং ST দের জন্য ৪৫ শতাংশ) নম্বর থাকতে হবে। Computer Application এর কাজের দক্ষতা থাকতে হবে। সাথে বাংলা বা ত্রিপুরা রাজ্যের অন্য কোন স্থানীয় ভাষা জানা থাকতে হবে।
- Cash Cum General Clerk পদে আবেদন করার জন্য আবেদনকারীর Graduate বা Master Degree করা হতে হবে সরকার স্বীকৃত কোন ইউনিভার্সিটি থেকে। UR দের জন্য ন্যূনতম ৪৫ শতাংশ (SC এবং ST দের জন্য ৪০ শতাংশ) নম্বর থাকতে হবে। Computer Application এর কাজের দক্ষতা থাকতে হবে। সাথে বাংলা বা ত্রিপুরা রাজ্যের অন্য কোন স্থানীয় ভাষা জানা থাকতে হবে।
- Multi-Tasking Staff পদে আবেদন করার জন্য আবেদনকারীর মাধ্যমিকে পাশ করা হতে হবে বা তার সমতুল্য কোন ডিগ্রি থাকতে হবে। সাথে বাংলা ভাষায় লেখা, পড়া এবং কথা বলার দক্ষতা থাকতে হবে বা ত্রিপুরা রাজ্যের অন্য কোন স্থানীয় ভাষা জানা থাকতে হবে।
Tripura State Co-Operative Bank Vacancy 2023 Application Fee
এই পদ গুলিতে আবেদন করার জন্য UR আবেদনকারীদের জন্য আবেদন ফি ₹1000 টাকা এবং SC/ ST আবেদনকারীদের জন্য আবেদন ফি ₹850 টাকা।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process):
এই পদের জন্য আবেদনকারীকে নির্বাচন করা হবে দুটি ধাপের মাধ্যমে
- Online Examination
- Interview
Online Examination (Objective) for Assistant Manager
Online Examination (Objective) for Cash Cum General Clerk
Online Examination (Objective) for Multi-Tasking Staff
পরীক্ষার কেন্দ্র (Examination Center):
আবেদনকারীদের জন্য Online Examination এর পরীক্ষার কেন্দ্র দেওয়া হবে আগরতলাতে।
How to Apply for Tripura State Co-Operative Bank Recruitment 2023
- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নীচের লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
- আবেদন ফর্ম এ উল্লেখিত ডকুমেন্ট গুলি যোগ করতে হবে।
- সবশেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
- অনলাইনে আবেদন করার শেষ তারিখ 28-11-2023
কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক
Official Notification | Click Here |
Apply Online | Click Here |
Official Website | Click Here |